আজ ১০ সেপ্টেম্বর ২০১৫ ইং সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ-২০১৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উপজেলা নির্বাহী অফিসার জনাব ফ্লোরা বিলকিছ জাহান এর সভাপতিত্বে মেলা আয়োজনের লক্ষ্যে প্রায় ২০০০ ছাত্র-ছাত্রী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,সাংবাদিক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, তরুন সমাজ, যুব সমাজ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ডিজিটাল সেন্টার এর উদ্যোক্তাদের নিয়ে এক বর্ণাঢ্য রেলী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলার শিল্পকলা একাডেমি মিলনায়তেন শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন। মেলা চলবে ১১ সেপ্টেম্বর ২০১৫ খ্রি: পর্যন্ত। মেলায় ৮টি ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ১টি পৌরসভা, ১০টি সরকারি অফিস,২টি কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয়, গ্রামীনফোন, ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিং, ২টি এনজিও অংশগ্রহণ করছে এবং পোস্ট অফিস ই-সেন্টার অংশগ্রহণ করে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS