সরিষাবাড়ী উপজেলাটি একটি পুরাতন ঐতিহ্যবাহী উপজেলা। যমুনা নদী বিধৌত এই উপজেলাটি ব্রিটিশ আমল থেকে পাটের কারখানার জন্য বিখ্যাত।
বর্তমানে যদিও অধিকাংশ পাট কারখানা পুরোদমে চালু নেই তথাপি এখানে এখনো পাটশিল্প এ এলাকার মানুষের জীবন জীবিকার সাথে নিবিড় ভাবে জড়িত। বাংলাদেশের সর্ববৃহৎ ইউরিয়া সারকারখানা, যমুনা সারকারখানা, এ উপজেলায় অবস্থিত। শিক্ষা দীক্ষায় এ এলাকাটি বেশ এগিয়ে রয়েছে। এই উপজেলার একটি কমিউনিটি ক্লিনিক ২০১২ সালে দেশের সর্বশ্রেষ্ঠ কমিউনিটি ক্লিনিকের পুরুষ্কার পেয়েছে। দেশের অন্যান্য এলাকার সাথে সরিষাবাড়ী উপজেলাটি মূলত ট্রেন এবং বাস লাইনের মাধ্যমে সংযুক্ত। এ এলাকার প্রধান ফসলের মধ্যে ধান, পাট ও সরিষা উল্লেখযোগ্য। এক সময় এখানে প্রচুর পরিমানে সরিষা হত বলে এ উপজেলার নাম হয় সরিষাবাড়ী।
ফ্লোরা বিলকিস জাহান
উপজেলা নির্বাহী অফিসার
সরিষাবাড়ী, জামালপুর।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS