Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Activities Of UGDP

ক. সক্ষমতা উন্নয়ন প্রকল্প  (৫ম পর্যায়):

           ১। মানবদেহে এ্যান্টবায়োটিকের অপ-ব্যবহার রোধে পল্লী চিকিৎসক/গ্রাম্য ডাক্তারদের সচেনতা বৃদ্ধিমূলক বিষয়ক প্রশিক্ষণ।

           ২। শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জীবনমান উন্নয়নে মোবাইল সার্ভিসিং বিষয়ক প্রশিক্ষণ।

           ৩। দেশীয় হাঁস-মুরগীর রোগবালাই দমনে ইউনিয়ন পর্যায়ে দক্ষ ভেক্সিনেটর তৈরি বিষয়ক প্রশিক্ষণ।

           ৪। মনোসেক্স তেলাপিয়া মাছচাষ বিষয়ক প্রশিক্ষণ।

           ৫। উপজেলা পর্যায়ের সকল দপ্তর ও ইউনিয়নসমূহের জাতীয় ওয়েব পোর্টাল হালনাগাদ বিষয়ক প্রশিক্ষণ।

           ৬। মাল্টিমিডিয়ার মাধ্যমে শ্রেণী কার্যক্রম পরিচালনার জন্য মাধ্যমিক পর্যায়ের বিজ্ঞান বিষয়ের শ্রেণী শিক্ষকদের ডিজিটাল কন্টেন্ট তৈরি বিষয়ক প্রশিক্ষণ। 

     

খ. অবকাঠামো উন্নয়ন প্রকল্প (৫ম পর্যায়):

           ১। সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মান সম্মত চিকিৎসা সেবার মান উন্নয়নের জন্য আইসোলেশন ওয়ার্ড নির্মান।


গ, অবকাঠামো উন্নয়ন প্রকল্প ( ৬ষ্ঠ পর্যায়):

           ১। আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ ঘাট বাজারের জলাবদ্ধতা নিরসনের জন্য আরসিসি ড্রেন নির্মাণ। 

           ২। সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ সরবরাহকরণ।

           ৩। সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন  ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে সোলার স্টিট লাইট স্থাপন।