Tuesday January 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ৯ এপ্রিল, ২০১৮ এ ০৯:১৯ PM

মাজার

কন্টেন্ট: পাতা

সরিষাবাড়ী উপজেলায় বেশ কয়েকটি মাজার আছে। এইসব মাজারে বিভিন্ন সময়ে পীর- ফকিরদের ভক্তরা এসে ভীর জমায়। ভক্তদের অনেকে তাদের পীরদের সেবা করার জন্য মাজারে এসে রাত্রি যাপন করে এবং হিতাহিত জ্ঞান হারিয়ে পাগলের মত নাচা-নাচি করে থাকে। এমনকি বিভিন্ন সময়ে মনবাসনা পূর্ণ হবার জন্য এইসব মাজারে ভক্তদেরকে হাঁস-মুরগি এমনকি গরু-ছাগল পর্যন্ত মাংশিশ করতে দেখা যায়।

সরিষাবাড়ীর মাজারগুলো নিম্নরুপঃ

১। রহমান ফকিরের মাজার, গুনাইঘর

২। কাউসার দেীলতশাহ ফকিরের মাজার, মাশাকিড়া

৩। মাঈন উদ্দিন ফকিরের মাজার, পোনরা।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন