Tuesday January 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫ এ ১২:৫৮ PM

বার্তা

কন্টেন্ট: পাতা

সরিষাবাড়ী উপজেলাটি একটি পুরাতন ঐতিহ্যবাহী উপজেলা। যমুনা নদী বিধৌত এই উপজেলাটি ব্রিটিশ আমল থেকে পাটের কারখানার জন্য বিখ্যাত।

বর্তমানে যদিও অধিকাংশ পাট কারখানা পুরোদমে চালু নেই তথাপি এখানে এখনো পাটশিল্প এ এলাকার মানুষের জীবন জীবিকার সাথে নিবিড় ভাবে জড়িত। বাংলাদেশের সর্ববৃহৎ ইউরিয়া সারকারখানা, যমুনা সারকারখানা, এ উপজেলায় অবস্থিত। শিক্ষা দীক্ষায় এ এলাকাটি বেশ এগিয়ে রয়েছে। দেশের অন্যান্য এলাকার সাথে সরিষাবাড়ী উপজেলাটি মূলত ট্রেন এবং বাস লাইনের মাধ্যমে সংযুক্ত। এ এলাকার প্রধান ফসলের মধ্যে ধান, পাট ও সরিষা উল্লেখযোগ্য। এক সময় এখানে প্রচুর পরিমানে সরিষা হত বলে এ উপজেলার নাম হয় সরিষাবাড়ী।


মোঃ তাসনিমুজ্জামান

উপজেলা নির্বাহী অফিসার

সরিষাবাড়ী, জামালপুর।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন