সরিষাবাড়ী বাসস্টেশন/রেলস্টেশন হনে ভ্যান বা অটোরিক্সায় খুব সহজেই এই পার্কে যাওয়া যায়। সাধারন জনগণের বিনোদনের জন্য বিভিন্ন রাইডস আছে যাতে মানুষ আনন্দ উপভোগ করতে পারে।
সরিষাবাড়ী শহরের খুব কাছে সাতপোয়া ইউনিয়নে অবস্থিত স্বপ্ননীল পার্ক।
ঢাকা থেকে মাত্র ১৮০-৯০ কিঃমিঃ দূরে অবস্থিত এই যমুনা সারকার খানা।কমলাপুর স্টেশন থেকে অগণি বীনা, যমুনা আন্তগর ট্রেনে সরাসরি যমুনা সার কারখানায় আসা যায়। তাছাডা বাস ও নদী পথেও যমুনা সার কার খানায় আসা যায়। আন্তনগর ট্রেনের ভাড়া শোভন=৯০/= চেয়ার= ১২০/= প্রাথম চেয়ার= ১৮০/= কেবিন ২৯০/= ঢাকা মহাখিলি থেকে তারাকান্দি পর্যন্ত বাস ভাড়া = ১৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত।
0
যমুনা সার কারখানাটি জামালপুর সরিষাবাড়ীর পোগলদিগা ইউনিয়নের তারাকান্দি নামক গ্রামে অবস্থিত।