Tuesday January 2026

হটলাইন

পর্যটন স্পট

নং নাম যাতায়াত উক্ত স্থানে সহায়তার জন্য যোগাযোগ অবস্থান ছবি কার্যকলাপ
     
স্বপ্ননীল পার্ক

 সরিষাবাড়ী বাসস্টেশন/রেলস্টেশন হনে ভ্যান বা অটোরিক্সায় খুব সহজেই এই পার্কে যাওয়া যায়। সাধারন জনগণের বিনোদনের জন্য বিভিন্ন রাইডস আছে যাতে মানুষ আনন্দ উপভোগ করতে পারে।

সরিষাবাড়ী শহরের খুব কাছে সাতপোয়া ইউনিয়নে অবস্থিত স্বপ্ননীল পার্ক।

দেখুন
ডেটি গার্ট তারা কান্দি মিল গেট হতে দুই কিঃমি এগোলেই পাওয়া যাবে জেটি গার্ট। রিক্সা, ভেন, অটোরিক্সা ছাড়া ও সমস্ত যান চলাচল করে জেটি গাটে। 0 জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নে অবস্থিত দেখুন
যমুনা গার্ডেন সিটি সরিষাবাড়ী থেকে বয়ড়া ব্রীজ পাড় যেতে হবে। সেখান থেকে ভেনে অথবা অটরিক্সা যোগে যমুনা গার্ডেন সিটিতে যাওয়া যায়। 0 চর পোগলদিঘা সরিষাবাড়ী, জামালপুর দেখুন
যমুনা সার কারখানা সরিষাবাড়ী ঢাকা থেকে মাত্র ১৮০-৯০ কিঃমিঃ দূরে অবস্থিত এই যমুনা সারকার খানা।কমলাপুর স্টেশন থেকে অগণি বীনা, যমুনা আন্তগর ট্রেনে সরাসরি যমুনা সার কারখানায় আসা যায়। তাছাডা বাস ও নদী পথেও যমুনা সার কার খানায় আসা যায়। আন্তনগর ট্রেনের ভাড়া শোভন=৯০/= চেয়ার= ১২০/= প্রাথম চেয়ার= ১৮০/= কেবিন ২৯০/= ঢাকা মহাখিলি থেকে তারাকান্দি পর্যন্ত বাস ভাড়া = ১৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। 0 যমুনা সার কারখানাটি জামালপুর সরিষাবাড়ীর পোগলদিগা ইউনিয়নের তারাকান্দি নামক গ্রামে অবস্থিত। দেখুন
দেখছেন ১ থেকে ৪ পর্যন্ত, মোট ৪ এন্ট্রি

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন